Friday, April 10, 2015

Toriqul islam megh

যেদিন তুমি মনের দুঃখে কাঁদবে একলা বসে- সেদিন আমি সাথী হয়ে থাকব তোমার পাশে।। যেদিন তোমায় আগের মত বাসবেনা কেউ ভাল- সেদিন তোমার উপর পরবে আমার ভালবাসার আলো।। ঘৃণা যেদিন করবে তোমায় তোমার আপনজন- করব নাকো সেদিন ঘৃণা আমি একজন।। যেদিন তুমি হারিয়ে যাবে অচেনা কোনো পথে- আমাকে সেদিন দেখবেনা কেউ হারাবো তোমার সাথে।।

#Toriqul-islam

হযরত উবাদা ইবনে সামেত(রা.) থেকে বর্ণিত

হযরত উবাদা ইবনে সামেত(রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ছয়টি আমলের প্রতিশ্রুতি দাও, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি- * কথা বললে সত্য বলবে. * ওয়াদা করলে পূর্ণ করবে.। * আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে। * লজ্জাস্থানের হিফাজত করবে। * দৃষ্টি অবনত রাখবে। * হারাম উপার্জন থেকে হাতকে বিরত রাখবে।

হযরত মোহাম্মদ (সাঃ)

আমার এক হাতে সুর্য এবং আরেক হাতে চন্দ্র এনে দিলেও, আমি সত্য প্রচার হতে বিরত হব না... সম্ভবত এটাই সর্ব শ্রেষ্ট উক্তি: ____হযরত মোহাম্মদ (সাঃ)

Sunday, April 5, 2015

my photo

nt.jpg

Thursday, April 2, 2015

মানুষ কখনো খারাপ হয় না

মানুষ কখনো খারাপ হয় না.কারণ সে খারাপ হয়ে জন্মায় না.কিন্তু পরে সে তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে খারাপের দিকে ঝুঁকে পড়ে.খারাপ কাজ,খারাপ সঙ্গ, তাকে খারাপের একটা মুখোশ পরিয়ে দেয়. সে ইচ্ছে করলেই এ থেকে বেরিয়ে আসতে পারে.তবে তাকে আগে খারাপ সঙ্গ, খারাপ কাজ, ছাড়তে হবে.কেননা জত দামি সাবানই হোক না কেনো পানি যদি হয় ময়লা কোনোদিন আপনার হাত পরিস্কার করতে পারবে না

Toriqul

আমি ঐ বেকারদেরি একজন

আমি ঐ বেকারদেরি একজন,, যারা কিনা অন্যের বেস্ততা দেখতেই ব্যাস্ত থাকে . আমি ঐ মানুষদেরি একজন,, যারা হাজার কষ্ট দুঃখ কে লুকিয়ে রেখে বলে অনেক ভালো আছিবেশ ভালো যাচ্ছে দিন . আমি ঐ মানুষদেরি একজন,, যারা নিজেকে দুনিয়াতে একমাত্র অতিরিক্ত প্রাণী ভাবে, যার বিচরণে কিনা সবাই বিরক্তবোধ করে . আমি ঐ মানুষদেরি একজন,, যারা বুকের মাঝে লুকানো তীব্র ভালোবাসা কে গলা টিপে ধরে বলে,, ভালোবাসা? সেটা আবার কি জিনিস? না না আমি কেউ কে ভালোবাসতে জানিনা . আমি ঐ মানুষদেরি একজন,, যারা আপনজনদের ভালোবাসা পাওয়ার জন্য সব সময় পিপাসার্ত থাকে