Wednesday, June 24, 2015

( পর্দা কি শুধুমাত্রই নারীর জন্য )

ইসলাম শুধুমাত্র নারীদের পর্দা মানতে বলেনি। পর্দার বিধান মেনে চলতে হবে পুরুষকেও। একজন মুমীন পুরুষ যখন একজন বেগানা নারীর দিকে খারাপ উদ্যেশের সাথে কুদৃষ্টিতে তাকায় তবে সেখানে কি শুধুমাত্রই নারীর পর্দার অভাব??? আল্লাহ তা'আলা বলেন, "মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।" _____[ আল-কুরআন, সূরা নূর, আয়াত: ৩০] আমাদের বর্তমান সমাজে যেমন বেগানা নারীর সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক তেমনি সমান তালে বৃদ্ধি পাচ্ছে বেগানা পুরুষের সংখ্যাও যারা বেগানা নারীদেরকে নানাভাবে ইন্ধন যুগিয়ে যাচ্ছে। . ভাইদেরকে বলছি, টয়লেটের ময়লাও তো খোলামেলা থাকে। তাই বলে কি আপনি টয়লেটের ময়লাকে খাদ্য হিসেবে গ্রহণ করবেন??? কখনোই না। কেনানা তা খারাম। ঠিক তেমনি আল্লাহর ভয়ে বেগানা নারীর দিক হতে আপনার দৃষ্টিকে সংযত রাখা আপনার নিজ দায়িত্ব। . . রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, "তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। যারা আল্লাহর ভয়ে কাঁদে। যারা বেগানা নারী দেখে চক্ষু নিচু রাখে।" __[ আত- তারগীবঃ ৪৭১৩] . আল্লাহ সকল মুসলিম ভাইবোনকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও।(আমিন)

Monday, June 22, 2015

রোজায় শরীর ভালো রাখার উপায়. log.png

Tags
রোজা রাখলে আমাদের শরীর এমনি ভালো থাকে। এটা বুঝা যায় পরে। কারন আল্লাহ এই রোজার উচিলায় মানুষের অনেক কঠিন রোগ ভালো করে। * তার পরও আমাদের একটু কষ্ট ও খারাপ লাগে। তাই আমাদের ভালো করে ভোর রাতের খাবার খেতে হবে এবং খাবার শেষে বেশি করে পানি খেতে হবে। পানি শরীরের অনেক কাজ করে এই সময়। রোজার দিনে কোনো রকম বেশি পরিশ্রম না করাই ভালো। আবার ইফতার করার পরে পানি বেশি করে খেতে হবে। এ ভাবে আমাদের শরীর একটু ভালো রাখা সম্ভব। Thank You. log.png

Friday, June 19, 2015

সিগারেট খাওয়া হালাল নাকি হারাম ⇚জারা সিগারেট খান তাদের জন্য...

সিগারেট খাওয়া হালাল নাকি হারাম ⇚জারা সিগারেট খান তাদের জন্য। ———————————— এ ব্যাপারে কুরআন-হাদীস কি বলে একটু দেখুনঃ- ★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"। আল্লাহ পাক বলেন, "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫] ★ সিগারেট নেশাজাতীয় জিনিস। নবী করিম (সাঃ) বলেছেন, "প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩] ★ কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য। রাসূল (সাঃ) বলেছেন, "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১] ★ সিগারেট অপবিত্র জিনিস। আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭] ★সিগারেটে অপব্যায় ছাড়া কোন ফায়দা নেই। আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭] ★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়। রাসূল (সাঃ) বলেন "যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী] ★সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়। জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭] এবার আপনি সিদ্ধান্ত নিন।