ইসলাম শুধুমাত্র নারীদের পর্দা মানতে বলেনি। পর্দার বিধান মেনে চলতে হবে পুরুষকেও। একজন মুমীন পুরুষ যখন একজন বেগানা নারীর দিকে খারাপ উদ্যেশের সাথে কুদৃষ্টিতে তাকায় তবে সেখানে কি শুধুমাত্রই নারীর পর্দার অভাব??? আল্লাহ তা'আলা বলেন, "মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।" _____[ আল-কুরআন, সূরা নূর, আয়াত: ৩০] আমাদের বর্তমান সমাজে যেমন বেগানা নারীর সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক তেমনি সমান তালে বৃদ্ধি পাচ্ছে বেগানা পুরুষের সংখ্যাও যারা বেগানা নারীদেরকে নানাভাবে ইন্ধন যুগিয়ে যাচ্ছে। . ভাইদেরকে বলছি, টয়লেটের ময়লাও তো খোলামেলা থাকে। তাই বলে কি আপনি টয়লেটের ময়লাকে খাদ্য হিসেবে গ্রহণ করবেন??? কখনোই না। কেনানা তা খারাম। ঠিক তেমনি আল্লাহর ভয়ে বেগানা নারীর দিক হতে আপনার দৃষ্টিকে সংযত রাখা আপনার নিজ দায়িত্ব। . . রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, "তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। যারা আল্লাহর ভয়ে কাঁদে। যারা বেগানা নারী দেখে চক্ষু নিচু রাখে।" __[ আত- তারগীবঃ ৪৭১৩] . আল্লাহ সকল মুসলিম ভাইবোনকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও।(আমিন)
Ads
Wednesday, June 24, 2015
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon