Friday, September 18, 2015

গুগল ম্যাপ এডিট করতে শিখুন, দেশের জন্য অবদান রাখুন।

গুগল ম্যাপ। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার এক অনন্য নাম ! জিপিএস ছাড়া উন্নত বিশ্বের দৈনন্দিন জীবন অচল। কিন্তু আমাদের দেশে অবহেলিত! দেশের ডিজিটাল ম্যাপিং এর অবস্থা খুব করুন। অনেক দেশে শুধু ব্যবহারকারীদের অবদানের জন্য নগরীগুলো ডিজিটাল ম্যাপিং এর সবোর্চ্চ শিখরে পৌছেছে। কিন্তু আমাদের দেশে কনট্রিবিউটর খুব কম। চলুন আমরা সবাই দেশকে ডিজিটাল বানাতে অবদান রাখি, আর শিখে ফেলি কিভাবে ম্যাপ এডিট করতে হয়। টিউটোরিয়ালঃ গুগল ম্যাপ এডিট খুব সহজ কাজ! নেট ব্যবহার করতে জানেন এমন কেউ আলাদা কোন প্রশিক্ষণ ছাড়াই গুগল ম্যাপে অবদান রাখতে পারবেন। 1. প্রথমে আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে। একাউন্ট না থাকলে এখান থেকে তৈরী করে নিন । 2. এবার গুগল ম্যাপ এডিটের এই লিংকে প্রবেশ করুন। যেভাবে নতুন রাস্তা বানাবেনঃ ধরুন আপনার বাসার পাশের রাস্তাটি গুগল ম্যাপে নেই, কিন্তু আপনি অ্যাড করে দিতে চাচ্ছেন। নিচে স্যাটেলাইট ভিউ থেকে একটি রাস্তা দেখা যাচ্ছে যেটি ম্যাপে নেই (আমরা অ্যাড করে দেব) এই রাস্তাটি বানাতে প্রথমে Add new থেকে Draw a Line এ ক্লিক করুন। প্রয়োজনে জুম করে নিন। এরপর Select Category থেকে Road সিলেক্ট করুন। মাউস দিয়ে ক্লিক করে করে রোড বানান। সিলেক্ট করা হলে কিবোর্ডের Enter বাটন চাপুন। (1) নং ঘরে রোড এর নাম দিয়ে (2.) Save করুন ! বিঃদ্রঃ রাস্তাটি আকার সময় তা অন্য কোন রাস্তার সাখে মিলে গেছে (intersection) সেখানে মিলিয়ে দেবেন। একটা রাস্তরি উপর দিয়ে আরেকটা একে লম্বা বানাতে যাবেন না দয়া করে। আর রাস্তাগুলো ঠিক ঠাক মত অন্য রাস্তাতে গিযে মিলছে কি না সে ব্যাপারে নজর দেবেন! নিজের নামে কোন রাস্তা বানাবেন না, এটি নিষিদ্ধ) আমাদের সাথেই থাকুন, ভাইরে এত কষ্ট করে টপিক লিখি, কেও যদি Copy করেন। Creadit টা দিয়েন।ধন্যবাদ


EmoticonEmoticon