বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি ভাল , আপনারা তো আর আমাকে জিজ্ঞেস করেন না যাই হক আমিও আপনাদের দোয়াই খুব ভাল আছি । যাই হক মূল কথাই আসা যাক আজকে আমি আপনাদের সাথে পিসি ভাইরাস নিয়ে কিছু কথা লিখবো । আমি জানি অনেকে ভাবছেন ভাইরাস সম্পর্কে আর কি জানবো তবে আমি বলে তাহলে এই পোস্ট আপনার জন্য না আমার এই পোস্ট সুধু মাত্র তাদের জন্য যারা পিসি সম্পর্কে একেবারে নতুন ঠিক আমার মতো এই পোস্ট সধু মাত্র তাদের জন্য । তাহলে আর দেরি না করে চলুন দেখে নিন পিসিতে ভাইরাস আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ । মানুষের যেমন বিভিন্ন রোগ বালাই হয় ঠিক তেমনি পিসি এর ক্ষেত্রেও এর বিকল্প কিছু না এটাও এক ধরনের রোগ বলতে পারেন । আর এই রোগ সেই ধরতে পারে যে পিসির সাথে ঘনিষ্ঠতা বজাই রাখে এবং সেই এক মাত্র বুজতে পারে পিসি টি সুন্থ আছে না অসুস্থ । একটি পিসি কে ভাইরাস আক্রমন করেছে কিনা সেটা আমারা অনেকে মোটা মোটি আন্দাজ করতে পারনি আবার অনেকে করতে পারিনা । যাই হক পিসি কে ভাইরাস আক্রমন করলে আমার কিছুটা কাজের হের ফের হতে দেখি । একটি পিসি কে ভাইরাস আক্রমণ করে যেসকল লক্ষণ গুলো ধরা পড়ে নীচে স্টেপ বাই স্টেপ দেখে ও বুঝে নিন …। ১// প্রথমত যেটা কারণ তাহল – আগের তুলনাই কম্পিউটার চালু হতে অনেক সময় নিবে । ২// যেকোনো ফাইল এমনি উধাও হয়ে যাওয়া বা না পরিবর্তন হয়ে যাওয়া । ৩// ড্রাইভের নাম পরিবর্তন হয়ে যাওয়া । ৪// COM এবং EXE ফাইল আকার কোন কারণ চাড়াই বেড়ে যাওয়া । ৫// স্ক্রীন এ অদ্ভুত কিছু হাস্যকর ফাইল দেখা । ৬// অস্বাভাবিক এরর সংকেত প্রদর্শিত হওয়া । ৭// স্ক্রীন এ অপ্রত্যাশিত শব্দ অথবা ছদি দেখতে পাওয়া । ৮// নিজে নিজে সিস্টেম এর সময় , তারিখ পরিবর্তন হওয়া । ৯// ডিস্ক এ ব্যাড সেক্টর বেড়ে যাওয়া । তার কারণ কিছু ভাইরাস তাদের নিজেকে লুকানোর জন্য তাদের অবস্থান কে ব্যাড সেক্টর হিসাবে মার্ক করে দেয় যাতে করে অপারেটিং সিস্টেম বা অন্য কোন প্রোগ্রাম সেখানে না প্রবেশ করতে পারে গুমবিডি ডট কম এর মত। ১০// সাধারন যেকোনো কাজেও ডিস্ক এক্সিস ( Access ) সময় বেড়ে যাওয়া । ১১// যেকোনো ফাইল সেভ বা প্রিন্ট করতে অনেক সময় নেওয়া । ১২// হার্ড ডিস্ক এর পার্টিশন নষ্ট হয়ে যাওয়ার কারনে হার্ড ডিস্ক এ থাকা সব ডেটা হারিয়ে যাওয়া । ১৩// অহেতুক মেমোরি সাইজ কমিয়ে কোন প্রোগ্রাম চালনা ব্যাহত করা । যেমন ঃ Out of Memory বা Insufficient Memory ম্যাসেজ দেওয়া । ১৪// কম্পিউটার এর কাজ আসতে আসতে ধির হয়ে যাওয়া । ১৫// প্রোগ্রাম এর মেনু , লিস্ট , অপশন ইত্যাদি অংশ গুলি ঠিক মতো খুজে না পাওয়া । ১৬// কাজ করতে করতে হটাত হ্যাং হয়ে যাওয়া , কখুন অটো রিস্টার্ট নেওয়া বা সাটডাওন ( Shutdown ) হয়ে যাওয়া । ১৭// অনেক অনেক সময় BIOS এর প্রোগ্রাম কে সম্পূর্ণ মুছে ফেলে পিসি কে পুরো পুরি ভাবে অক্ষম বা অচল করে দেওয়া । ১৮// পিসি এর বিভিন্ন ফোল্ডার এর মধ্যে উক্ত ফোল্ডারের নাম এর শেষে .EXE এক্সটেনশনযুক্ত ফোল্ডার পাওয়া । ১৯// ইমেজ ফাইল সমূহের সাইজ নিজে নিজে একেবারে কমে গিয়ে কয়েক KB তে পরিণত করা এবং তার ফলে সেই ফাইল টি আর ওপেন বা চালু না হওয়া । ২০// ফাইল এর কিছু অংশে অবাঞ্ছিত ম্যাসেজ প্রদর্শিত হওয়া। কি আশাকরি বুজতে পারনেন কম্পিউটার কে ভাইরাস আক্রমন করলে ঠিক কি কি লক্ষণ দেখা যাই । আশাকরি এবার থেকে নিজেই বুজতে পারবেন আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা । Note: কিভাবে এটাকে প্রতিরোধ করবেন উৎসাহ পেলে আগামি পোষ্টে প্রকাশ করবো।
Ads
Friday, September 18, 2015
কিভাবে বুজবেন আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়েছে ?
Post By Riyad Hossan
Time 8:37 AM
Tags
Related Articles
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon