Friday, September 18, 2015

অতিরিক্ত গরম হয়ে যাওয়া ল্যাপটপ ঠাণ্ডা রাখারউপায

কম্পিউটার অথবা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাওয়া খারাপ লক্ষন। এটা মোটেও কম্পিউটারের জন্য ভালো নয় । অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারনে আপনার কম্পিউটার ক্রাশ করতে পারে এবং স্থায়ীভাবে আপনার হার্ডওয়্যার নষ্ট হয়ে জেতে পারে । ল্যাপটপকে ঠাণ্ডা রাখা মানে হল ল্যাপটপের পর্যাপ্ত গরম হাওয়া বের হয়ে দেওয়া । যদি গরম হাওয়া বের হতে না পারে, তাহলেই আপনি এই সমস্যায় জর্জরিত হবেন ! আপনার ল্যাপটপ যখন অন থাকবে, নিশ্চিত হয়ে নিবেন যে ল্যাপটপের গরম হাওয়া ঠিক ভাবে বের হতে পারছে । কখনই ল্যাপটপ বালিশের উপর অথবা নরম কোন বস্তুর উপর রাখবেন না, যদিও আমি এখন বিছানার উপর ল্যাপটপ রেখে পোস্টটি লিখছি , তবে আপনারা এই কাজটি করবেন না । আর সবচেয়ে বড় কথা হল, কখনই ল্যাপটপ অন/ স্লীপ/ হিবেরনেট অবস্থায় ব্যাগে রাখবেন না। আপনি ল্যাপটপ কুল্যার কিনতে পারেন। এর দাম আমার সঠিক জানা নেই । তবে ডলার এর হিসাবে ৮ থেকে ৪০ ডলার হত্তে পারে । আপনার পিসি তে যদি ময়লা জমে, তাহলেও এই সমস্যা হতে পারে । এবং এই সমস্যা ল্যাপটপ পরিস্কার করার মাধ্যমে সমাধান করতে পারেন । যদি মনে করেন আপনার ল্যাপটপে ময়লা জমেছে তবে এভাবে চেষ্টা করুন – ১. প্রথমে আপনার ল্যাপটপ বন্ধ করুন । ২. স্ক্রু ড্রাইভার দিয়ে ল্যাপটপএর ব্যাক সাইডটি খুলুন। ৩. যদি কোন ময়লা দেখেন তবে যত্নসহকারে পরিস্কার করুন ।


EmoticonEmoticon