Wednesday, April 15, 2015

হ্যাক করুন আপনার পছন্দের যে কোনো ওয়েভসাইট

প্রথমে এডমিনের পাসওয়ার্ড হ্যাক করবো প্রথমে google.com যান search box এ লিখুন inurl:admin.asp লিখে search দিন .এবার অনেকগুলো সাইট পাবেন তারপর নিজের পছন্দ অনুযায়ি যেকোন একটি সাইটে যান। সাইটে গেলে এডমিনের পাসওয়ার্ড চাইবে। ADMIN LOGIN এ লেখেন 'or'x'='x আর password লেখেন 'or'x'='x এবার হয়ে গোলো হ্যাক এবার আপনারা যা ইচছা তা করতে পারবেন ওই সাইটায়. happy hacking. এরকম প্রায় ৮০,০০০ হাজার সাইট রয়েছে । আমার সাইটে একবার ঘুরে

Monday, April 13, 2015

অনলাইনে নিরাপদথাকার পাঁচ উপায

হ্যাকিংয়ের কবলে পড়ার আতঙ্কে রয়েছেন? সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রাস্টওয়েভ অনলাইনে নিরাপদ থাকার পাঁচটি উপায় মেনে চলার পরামর্শ দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে টেলিগ্রাফ অনলাইন এ পরামর্শগুলো তুলে এনেছে। সফটওয়্যার হালনাগাদ রাখুন হালনাগাদ সফটওয়্যার ব্যবহার করুন। যখনই কোনো সফটওয়্যারের আপডেট বা হালনাগাদ উন্মুক্ত করা হবে তা ইনস্টল করে নিন। এতে নানা ধরনের পরিচিত ম্যালওয়্যার থেকে মুক্ত থাকতে পারবেন। ভাইরাসযুক্ত ওয়েবসাইট ও অযাচিত মেইল এড়িয়ে যান শুধু ভাইরাসপূর্ণ ওয়েবসাইটে যাওয়া বাদ দিলেই হবে না এর সঙ্গে প্রতারণাপূর্ণ মেইলের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। যেসব মেইলে লোভনীয় অফার বা নানা প্রলোভন দেখানো হয়, সেই সব অযাচিত মেইল পড়াও বাদ দিতে হবে। যদি ব্যাংকের নামে কোনো মেইলও হয়, তবে মেইলের লিংকে ক্লিক না করে ব্যাংকের ওয়েবসাইটে বা ওই লিংকটি ব্রাউজারে পেস্ট করে পরীক্ষা করে দেখতে হবে। প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে তার প্রাইভেসি সেটিংস ভালো করে খেয়াল করুন। আপনার বিশ্বস্ত গ্রুপের বাইরে কারও কাছে তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। আগের বিভিন্ন সবার জন্য উন্মুক্ত করা পোস্টগুলোতে নজর দিন। প্রাইভেসি সেটিংস ঠিকঠাক থাকলে কারও প্রোফাইল লক্ষ্য করে আক্রমণ চালানো সাইবার দুর্বৃত্তদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আপনি যা পোস্ট করেন তা সবার জন্য উন্মুক্ত করে দিলে সারা দুনিয়া দেখব তাই গুরুত্বপূর্ণ কিছু পোস্ট করার আগে প্রাইভেসির বিষয়টি নিয়ে ভালো করে ভাবু পাসওয়ার্ডের বাইরেও ভাবুন এখন আর শুধু পাসওয়ার্ড দিয়ে নিজেকে নিরাপদ ভাবা ঠিক হবে না। প্রায় সময়ই পাসওয়ার্ড হ্যাক হতে দেখা যাচ্ছে। টু-স্টেপ অথেনটিকেশন বা দুই স্তরের নিরাপত্তা ব্যবহার করুন। এখন অনেক ওয়েবসাইট বা সার্ভিস দুই স্তরের নিরাপত্তা দিচ্ছে। দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তাঁর অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে আরও একটি কোড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়। তাই যতক্ষণ হাতে মোবাইল থাকে, ততক্ষণ পর্যন্ত আর কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারছে না স বিষয়টি নিশ্চিত হয়। অ্যাপল, গুগল, ফেসবুক, ড্রপবক্সের মতো অনেক সার্ভিসের ক্ষেত্রে দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে। নতুন কোনো যন্ত্রে যখনই লগ ইন করতে যাবেন, তখন পাসওয়ার্ড দেওয়ার পর একটি গোপন কোড চাওয়া হবে। এটি কেবল আপনার ফোনে ততক্ষণাৎ পাবেন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড জানে, তবে আপনার মোবাইলে আসা কোড না জানা পর্যন্ত অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। ই-মেইলের নিরাপত্তা সেটিংস উন্নত করুন আপনি যাঁদের কাছ থেকে মেইল পান, তাঁদের মেইলের পাঠানো ছবি কি স্বয়ংক্রিয় ডাউনলোড হয়ে যায়? ওয়েব কিংবা ই-মেইল থেকে যদি স্বয়ংক্রিয়ভাবে ছব ভিডিওসহ অন্যান্য উপকরণ ডাউনলোড হতে থাকে তা বন্ধ করে দিন। কিছু ই-মেইল ক্লায়েন্ট বাইডিফল্ট এ সুবিধা রাখে আবার কিছু ক্লায়েন্ট রাখে না। তাই মেইল ক্লায়েন্টের সব মেইল পরীক্ষা করে দেখা ভালো।

// কাজী নজরুল ইসলাম সৈনিক জীবন//

১৯১৭ খ্রিস্টাব্দের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন ১৯১৭ খ্রিস্টাব্দের শেষভাগ থেকে ১৯২০ খ্রিস্টাব্দের মার্চ-এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে তিনি ৪৯ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক...১৯২২ খ্রিস্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করে। এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। ১৯২০-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন এক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, “ কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু। আঁধারে বাঁধ অগ্নিসেতু,...

কাজী নজরুল ইসলাম

Tags

তুমি আমার সকালবেলার সুর বিদায় আলোয় উদাস করা অশ্রুভারাতুর। ভোরের তারার মতো তোমার সজল চাওয়ায় ভালোবাসা চেয়ে সে যে কান্না পাওয়ায় রাত্রিশেষের চাঁদ তুমি গো, বিদায়বিধুর। তুমি আমার ভোরের ঝরা ফুল শিশির নাওয়া শুভ্রশুচি পূজারিণীতুল। অরুণ তুমি তরুণ তুমি করুণ তারও চেয়ে হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে তুমি ইন্দ্রসভার মৌনবীণা নীরবনিঠুর।।

Friday, April 10, 2015

Toriqul islam megh

Tags

যেদিন তুমি মনের দুঃখে কাঁদবে একলা বসে- সেদিন আমি সাথী হয়ে থাকব তোমার পাশে।। যেদিন তোমায় আগের মত বাসবেনা কেউ ভাল- সেদিন তোমার উপর পরবে আমার ভালবাসার আলো।। ঘৃণা যেদিন করবে তোমায় তোমার আপনজন- করব নাকো সেদিন ঘৃণা আমি একজন।। যেদিন তুমি হারিয়ে যাবে অচেনা কোনো পথে- আমাকে সেদিন দেখবেনা কেউ হারাবো তোমার সাথে।।

#Toriqul-islam

হযরত উবাদা ইবনে সামেত(রা.) থেকে বর্ণিত

হযরত উবাদা ইবনে সামেত(রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ছয়টি আমলের প্রতিশ্রুতি দাও, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি- * কথা বললে সত্য বলবে. * ওয়াদা করলে পূর্ণ করবে.। * আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে। * লজ্জাস্থানের হিফাজত করবে। * দৃষ্টি অবনত রাখবে। * হারাম উপার্জন থেকে হাতকে বিরত রাখবে।

হযরত মোহাম্মদ (সাঃ)

আমার এক হাতে সুর্য এবং আরেক হাতে চন্দ্র এনে দিলেও, আমি সত্য প্রচার হতে বিরত হব না... সম্ভবত এটাই সর্ব শ্রেষ্ট উক্তি: ____হযরত মোহাম্মদ (সাঃ)

Sunday, April 5, 2015

my photo

nt.jpg

Thursday, April 2, 2015

মানুষ কখনো খারাপ হয় না

মানুষ কখনো খারাপ হয় না.কারণ সে খারাপ হয়ে জন্মায় না.কিন্তু পরে সে তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে খারাপের দিকে ঝুঁকে পড়ে.খারাপ কাজ,খারাপ সঙ্গ, তাকে খারাপের একটা মুখোশ পরিয়ে দেয়. সে ইচ্ছে করলেই এ থেকে বেরিয়ে আসতে পারে.তবে তাকে আগে খারাপ সঙ্গ, খারাপ কাজ, ছাড়তে হবে.কেননা জত দামি সাবানই হোক না কেনো পানি যদি হয় ময়লা কোনোদিন আপনার হাত পরিস্কার করতে পারবে না

Toriqul

আমি ঐ বেকারদেরি একজন

Tags

আমি ঐ বেকারদেরি একজন,, যারা কিনা অন্যের বেস্ততা দেখতেই ব্যাস্ত থাকে . আমি ঐ মানুষদেরি একজন,, যারা হাজার কষ্ট দুঃখ কে লুকিয়ে রেখে বলে অনেক ভালো আছিবেশ ভালো যাচ্ছে দিন . আমি ঐ মানুষদেরি একজন,, যারা নিজেকে দুনিয়াতে একমাত্র অতিরিক্ত প্রাণী ভাবে, যার বিচরণে কিনা সবাই বিরক্তবোধ করে . আমি ঐ মানুষদেরি একজন,, যারা বুকের মাঝে লুকানো তীব্র ভালোবাসা কে গলা টিপে ধরে বলে,, ভালোবাসা? সেটা আবার কি জিনিস? না না আমি কেউ কে ভালোবাসতে জানিনা . আমি ঐ মানুষদেরি একজন,, যারা আপনজনদের ভালোবাসা পাওয়ার জন্য সব সময় পিপাসার্ত থাকে