Monday, December 19, 2016

Sad Story একটি রোহিঙ্গা পরিবারের আত্মকাহিনী ।

Riyad hossan BD
একটি রোহিঙ্গা পরিবারের আত্মকাহিনী ।
লেখকঃ Ra Na (SONRAN)

– মা, আমরা কোথায় যাচ্ছি?
– এইতো মা, ওপারে(বাংলাদেশে)! – ওরা কি
মারবে না মা?
– না মা, ওরা তোমার ভাই!
– আমাদের শরীরে আগুন দেবে না তো?
– না রে মা! ওরা তোর বাবার মতো। তোকে
আদর করবে। আর
খেলতে যখন ইচ্ছে হবে তোর, ঘুরতে নিয়ে
যাবে ঐ দূর মাঠে। .
.
গতরাত থেকে এত ঝড়-ঝাপটা গিয়েছে যে
কিছুই মনে ছিল না বাচ্চাটির। হঠাৎ তার
বাবার কথা মনে হল
যেন।
.
– মা গো! বাবা কোথায় আমার? দুদিন
ধরে দেখি না কেন বাবাকে?
.
অশ্রু জমে ওঠে মায়ের চোখে। মেয়ের মাথায়
হাত বুলিয়ে দেয়। কপালে এঁকে দেয় আলতো
চুমু – "তোর বাবা নতুন বাড়ি ঠিক করতে
গেছে মা।"
.
মা ঠিক জানে, মেয়ের বাবা আর ফিরবে
না কখনো। দু'দিন আগেই চলে গেছে না
ফেরার দেশে। তাঁর শেষ কথা ছিল - 'বাঁচতে
চাইলে আমার মেয়েকে নিয়ে পালাও।'
.
৭টি নৌকা এগিয়ে চলেছে সন্তর্পণে।
নাফ নদীর বুক চিরে। ঐ তো বাংলাদেশ!
.
হঠাৎ কিসের যেন শোরগোল। বিজিবি
ঘিরে ধরেছে নৌকা। ঢুকতে দেয়া যাবে না
এদের। "পুশব্যাক" করাতে হবে। উপরের
নির্দেশ।
.
এদিকে অভুক্ত, অসহায় নৌকার যাত্রীরা
উৎকন্ঠিত। ফিরিয়ে দেবে না তো? ইতিমধ্যে
নৌকার বুকে গুঞ্জন শোরগোলের রুপ
নিয়েছে। "আমাদের বাঁচতে দিন।" "আপনারা
তাড়িয়ে দিলে আল্লাহর দুনিয়ায়
আমাদের কোন স্থান থাকবে না হয়তো।"
.
এক বৃদ্ধাকে হাউমাউ করে কাঁদতে দেখা
গেল। এগিয়ে এলেন সেই মা। শুকিয়ে যাওয়া
চোখে টলমল করছে অশ্রু –
"আমরা ফিরে যাচ্ছি। কিন্তু দয়া করা আমার
বাচ্চাটিকে নিয়ে যান। ওকে বাঁচতে
দিন।"
.
বিনিময়ে নির্মম, কঠোর চাহনি ফিরে
পেলেন মা। কোলে তার সেঁটে যাওয়া ভীরু
সন্তান। নৌকা চললো ফের
আরাকানের দিকে।
.
.
"মা গো! আমরা কোথায় যাচ্ছি?" মা নীরব।
"ওরা কি আমার ভাই নয়? তুমি না বললে
ওরা
আমার বাবার মতো!"
.
মায়ের চোখে নিথর দৃষ্টি। চোয়াল শক্ত
করে বললেন, "তোর ভাইয়েরা মরে গেছে।
পৃথিবীর কোথাও তোর ভাই নেই।"
"বাবার নতুন বাড়ির কি হবে মা?" "আমরা সেই
বাড়িতেই যাচ্ছি মা। তোর
বাবার কাছে!"
.
.
টপটপ করে ঝরে পড়ছে অশ্রুমালা। মায়ের এ
অশ্রু শুকাবার নয়।

Wednesday, December 14, 2016

Slideshow Creator: My funny moment 2016 with big brother in River

WWE Only Fight Full Match 14 November 2016

Sunday, December 4, 2016

বাংলা আঞ্চলিক ও হাসির সংবাদ | Bengali regional and laughter News | funny...

Monday, April 18, 2016

এবার জিপির রিচার্জ কার্ড হ্যাক করুন।

মোবাইল অপারেটরদেরর রিচার্জ কার্ড হ্যাক করে মজা দিন ইচ্ছামত !!! : এই পদ্ধতিটি কাজ করে শুধুমাত্র মাসের ২৭ এবং ২৮ তারিখ । তখন তাদের সিস্টেম আপগ্রেড হয় । এই পদ্ধতি আপনি অনুসরণ করলে আপনার মোবাইলে ৫০০ টাকা ফ্রী রিচার্জ হবে ! : নিচের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করুন । কোন ভাবেই কোন ভুল করা যাবে না । : ধাপসুমহঃ : » ৭৪৮৩৯ তে ডায়েল করুন আপনি অনেকগুলো বীপ শুনতে পাবেন । তবে ৬ষ্ঠ বীপ শুনার পর আপনার মোবাইলে ৫৯৮৮ চাপুন (বি.দ্র= কলটি শুধু ২৭ ও ২৮ তারিখেই কাজ করবে) : » এরপর আপনি একটি নারী কন্ঠ শুনতে পাবেন । সেই কন্ঠের কথা শেষহওয়া মাত্রই ৫৫৫ চাপুন । : » এরপর আপনি ১৬ ডিজিটের যে কোন নম্বর চাপুন । তবে খেয়াল রাখুন কোন নম্বর যেন পরপর ৩ বার এবং ১৬ ডিজিটের মধ্যে ৩ বারের বেশি না আসে । : » এখন সিস্টেম প্রায় ১ মিনিট সময় নিবে । এ সময় আপনি কিছু করার দরকার নেই। : » এর পর আপনাকে আবার ৬৬৬ চাপতে বলবে । তখনই আপনি ৫৫৫ চাপুন : » মনে রাখবেন ৫৫৫ চাপার পর একটি নারী কন্ঠ আপনাকে কিছু নির্দেশ দিবে । আপনি সেগুলো পালন করবেন না । এটা সিস্টেমকে হ্যাকদের কাছ থেকে রক্ষা করার জন্য একটা পদ্ধতি : » নারী কন্ঠের কথা শেষ হওয়া মাত্র আপনি আপনার মোবাইল নম্বর চাপুন । : » এরপর আপনাকে # চাপতে বলবে । আপনি # চাপুন । : » এরপর ১ চেপে কলটি শেষ করুন । এরপর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে । : মেসেজে লিখা আছেঃ you have successfully recharge [10/20/50/100] taka : [নোট:- বার বার বলছি এ ট্রিক শুধু ২৭-২৮ তারিখে কাজ করবে .]
Riyad hossanbd

Saturday, April 16, 2016

কম্পিউটারের কিছু শর্টকাট Computer Shortcut Key

Computer Shortcut Key

কম্পিউটার keyboard এর শর্টকার্টঃ-
© F1: সাহায্য (Help);
© CTRL ESC: Start menu চালু;
© ALT TAB: চালু করা প্রোগ্রামগুলো থেকেবাছাই;
© ALT F4: প্রোগ্রম বন্ধ করা;
© SHIFT DELETE: সরাসরি ফাইল ডিলিটকরা;
© Windows Logo L: কম্পিউটার লক করা;
© CTRL C: কপি;
© CTRL X: কাট;
© CTRL V: পেস্ট;
© CTRL Z: আনডু;
© CTRL B: অক্ষর বোল্ড করা;
© CTRL U: অক্ষর আন্ডারলাইন করা;
© CTRL I: অক্ষর ইটালিক করা;
© SHIFT right click: অতিরিক্ত শর্টকাট সহমেনু;
© SHIFT double click: বিকল্প ডিফল্ট কমান্ড;
© ALT double click: প্রোপার্টিজ প্রদর্শন;
© F10: মেনু বার চালু করা;
© SHIFT F10: নির্বাচিত আইটেমের জন্যেশর্টকাট মেনু;
© CTRL SHIFT ESC:টাস্ক ম্যানেজার;
© ALT DOWN ARROW: ড্রপ ডাউন মেনু খোলা;
© ALT TAB: অন্য কোনো চালু করাপ্রোগ্রামে যাওয়া ( সবগূলো প্রোগ্রামদেখতে ALT চেপে ধরে TAB চাপুন );
© SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরেরাখুন;
© ALT SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনুদেখা;
© CTRL TAB: কোনো প্রোগ্রামের একউইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া;
© ALT আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্টমেনুতে যাওয়া; © ALT F4: বর্তমান উইন্ডো বন্ধ করা; © CTRL F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহকোনো প্রোগ্রাম বন্ধ করা;
© F2: নির্বাচিত ফাইল রিনেইম করা;
© F3: ফাইল খোঁজা
© F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা
© F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা
© CTRL A: ফোল্ডারের সবগুলো আইটেমনির্বাচন করা
© BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া(ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বেরপেইজ)
© Left ALT left SHIFT PRINT SCREEN: Toggleshigh contrast on and off;
© Windows Logo: Start menu;
© Windows Logo M: সব প্রোগ্রামমিনিমাইজ করা;
© SHIFT Windows Logo M: মিনিমাইজ আনডুকরা;
© Windows Logo E: Windows Explorer চালু করা;
© Windows Logo F: Files অথবা Folders খোঁজা;
© Windows Logo D: সব প্রোগ্রামমিনিমাইজ করা;
© Windows Logo TAB: টাস্কবার চক্রাকারেদেখা;
© Windows Logo Break: System Propertiesডায়ালগ বক্স চালু করা;
© Application key: নির্বাচিত আইটেমেরজন্যে শর্টকাট মেনু;
© Windows Logo L: উইন্ডোজ লগ অফ করা;
© Windows Logo P: প্রিন্ট ম্যানেজার চালুকরা;
© Windows Logo C: কন্ট্রোল প্যানেল চালুকরা;
© Windows Logo V: ক্লিপবোর্ড চালু করা;
© Windows Logo K: Keyboard Propertiesডায়ালগ বক্স চালু করা;
© Windows Logo I: Mouse Properties ডায়ালগবক্স চালু করা।