Saturday, July 25, 2015

যে নদীতে গোসল করতে নামলেই মানুষ কঙ্কাল হয়ে যায়

যে নদীতে গোসল করতে নামলেই মানুষ কঙ্কাল হয়ে যায়!!!!! নদীপাড়ে নৌকা তৈরীর দৃশ্যের সাথে ছেলে পুলেদের নদীতে লাফিয়ে ঝাঁপিয়ে গোসল করার দৃশ্যে পুলকিত হবে না এমন লোক খুঁজে পাওয়া দায়।কিন্তু পৃথিবীতে এমন নদীও আছেযেখানে ডুব দেওয়ার সাথে সাথেইমানুষ কঙ্কালে পরিণত হয়।তেমনি একটি নদী স্পেনের রিও টিনটো। যেখানকার পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। এ কারণে এই পানি স্পর্শ করার সাথে সাথেই মাংস খসে পড়ে।স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এটা উৎপন্ন হয়েছে মাইন খননের সময়।ইতিমধ্যেই নদীটি গ্রাস করেছে বেশ কিছু আস্ত পাহাড়। প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে।এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না।


EmoticonEmoticon