আসসালামুআলাকুম। আজকে আপনার আমি যে টিপসটি দিব সেটা হয়ত অনেকেই জানে, তবুও লিখলাম। এখন থেকে প্রিয় মানুষের স্টেটাস আর মিস হবে না। যখনই স্টেটাস আপলোড করোক না কেন নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে। আর তার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে। যার স্টেটাস পেতে চান তাকে just 'Close Friend' হিসাবে সেভ করোন। 'Close Friend' দিলে আপনাকে তার আপডেট সমূহ জানিয়ে দিবে। ★'Close Friend' কিভাবে বানাব? যাকে 'Close Friend' করবেন তার প্রোফাইল এ যান। এবার নিচে নামেন। দেখবেনঃ See Friendship Poke Block this person Suggest Friends Unfriend See Friend Lists এসব দেওয়া আছে। এবার 'See Friend Lists' এ যান। দেখবেন 'Close Friend' দেওয়া আছে। ঐখানে মার্ক দিয়ে 'Done' এ ক্লিক করেন। বাস আপনার কাজ শেষ। এখন থেকে সে যখনই স্টেটাস দিবে, তা আপনাকে নোটিফিকেশন এ জানিয়ে দিবে
Ads
Thursday, October 22, 2015
ফেসবুকে এখন থেকে প্রিয় জনের status আর মিসহবে না।
Post By Riyad Hossan
Time 12:15 AM
Tags
Related Articles
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon